This Article is From Jan 22, 2019

ক্লিনিকের ভিতর নাবালিকার যৌন নির্যাতন, পাঁচ বছরের জেল হল হোমিওপ্যাথিক চিকিৎসকের

ওই নাবালিকার হাতে আদালত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে।

ক্লিনিকের ভিতর নাবালিকার যৌন নির্যাতন, পাঁচ বছরের জেল হল হোমিওপ্যাথিক চিকিৎসকের

পকসো আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া হয়। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা।

কলকাতা:

দক্ষিণ কলকাতার বেনিয়াপুকুরে নিজের ক্লিনিকে এক আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের। পাথা হুই নামের ওই চিকিৎসককে পকসো আইনের আওতায় কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০,০০০ টাকার। আদালত জানায়, গত বছরের ১৯ সেপ্টেম্বর নিজের ক্লিনিকের মধ্যে ওই চিকিৎসক এক আট বছরের নাবালিকার শ্লীলতাহানি করে। ওই নাবালিকা পেটে ব্যথার কারণে ওই চিকিৎসকের কাছে এসেছিল। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর ওই নাবালিকার মা ওই চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তের পর ওই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিলিশ।

ছেলেধরাদের সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্দেশিকা জারি করল রাজ্য

ওই নাবালিকার হাতে আদালত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। পকসো আইনের আওতায় ভারতীয় সংবিধান মেনে তৈরি নিগৃহীতা ক্ষতিপূরণ প্রকল্পের মাধ্যমে ওই অর্থ তুলে দেওয়া হবে।

.