This Article is From Apr 03, 2019

সম্পর্কের পরিণতি নিয়ে অনিশ্চিত, গ্রামের একটি গাছ থেকে ঝুলে পড়ল যুগল

আপাতত কাউকে এই ঘটনার কারণে গ্রেফতার করেনি পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের পর ওই দুজনের দেহ পরিবারের হাতে তুলেও দেওয়া হয়েছে।  

সম্পর্কের পরিণতি নিয়ে অনিশ্চিত, গ্রামের একটি গাছ থেকে ঝুলে পড়ল যুগল

রাজস্থানের রানিসারা গ্রামের প্রতিবেশি ছিল ওই যুবক ও যুবতী (ফাইল চিত্র)

জয়পুর:

তখনও ভোরের আলো ঠিকভাবে ফুটে ওঠেনি। তবু, গ্রামের বহু মানুষই জেগে গিয়েছেন। কারণ, তাঁদের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কাজে বেরোতে হবে। কাজে বেরিয়ে গ্রাম ছেড়ে বেরোনোর আগেই থমকে গেলেন তাঁরা। দেখলেন, গ্রামের একপ্রান্তের একটি পুরনো ও বড় গাছ থেকে ঝুলছে দুটি মৃতদেহ। যাদের দেহ ঝুলছে, তারা গ্রামেরই দুই যুবক-যুবতী। যুবকটির বয়স ১৯ বছর। নাম রঘুরাম ভিল। যুবতীর নাম জানা যায়নি। গ্রামের লোক জানত যে, রঘুরামের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক রয়েছে একটি। কিন্তু দুই বাড়ি থেকেই সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। শুধু তাই নয়, বাড়ি থেকে অত্যাচারও করা হতো ওই যুবতীর ওপর।

খেতের বর্জ্যের সঙ্গেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল চিতাবাঘের ৫'টি শাবককে

কোনও উপায়ান্তর না দেখেই রাজস্থানের বারমার জেলার রানিসারা গ্রামের ওই দুই যুবক-যুবতী আত্মহত্যা করে বলে অনুমান পুলিশের।

তবে, আপাতত কাউকে এই ঘটনার কারণে গ্রেফতার করেনি পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের পর ওই দুজনের দেহ পরিবারের হাতে তুলেও দেওয়া হয়েছে।  

.