This Article is From Dec 25, 2018

বিয়ের খরচ কুড়ি হাজার, টুইটারের মন জিতে নিল এক সাধারণ বিয়ের গল্প

তিনি লিখেছেন, ‘‘আনন্দে কাটান, বড় হোক বা ছোট, বিয়েটা আনন্দের সঙ্গে হওয়াটাই বেশি জরুরি।’’

বিয়ের খরচ কুড়ি হাজার, টুইটারের মন জিতে নিল এক সাধারণ বিয়ের গল্প

রিজওয়ান পেহলওয়ান নিজের বিয়ের গল্প শেয়ার করেছেন

ইদানীং রাজকীয় খরচে বিপুল ধুমধাম করে, বিপুল সমারোহে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মরশুং চলছে। তার মধ্যেই পাকিস্তানের এক ব্যক্তির মিষ্টি সাধারণ বিয়ে সকলের মন কেড়ে নিল। টুইটার ইউজার রিজওয়ান পেহেলওয়ান একটি মাইক্রে ব্লগিং ওয়েবসাইটে নিজের সাধারণ ভাবে কম খরচে বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং কয়েক হাজার লাইক পড়ে তাতে।

‘নাসিরুদ্দিনের কথা আমাদের শোনা উচিৎ' অভিনেতার সমর্থনে আশুতোষ রানা

তিনি লিখেছেন কেমন ভাবে তিনি পাকিস্তানি মুদ্রায় কুড়ি হাজার টাকা (ভারতীয় মূল্য ১০,০০০) বাজেটে বিয়ের অনুষ্ঠান করবেন বলে স্থির করেন। শেষে তিনি হৃদয় উজার করে লিখেছেন, ‘‘আনন্দে কাটান, বড় হোক বা ছোট, বিয়েটা আনন্দের সঙ্গে হওয়াটাই বেশি জরুরি।''

‘‘আমার অতিথি তালিকায় বাবা মা ও বন্ধুদের মিলিয়ে ২৫ জনের নাম রয়েছে।''— লেখেন রিজওয়ান। জানান, বিয়ের অনুষ্ঠান হবে বাড়ির ছাদে।

বিয়ের খাবার তৈরি নিয়েও তিনি লিখেছেন।

কোথায় অতিথিরা বসবেন তার বিবরণ রয়েছে।

আর বিয়ের পোশাক?

একেবারে শেষে প্রমাণ হিসাবে রিজওয়ান বিয়ের আয়োজনের একটি ছবি শেয়ার করেছেন।

পোস্ট হওয়ার পর থেকে তার লেখা সাড়ে তিন হাজার লাইক পেয়েছে।

শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয়, তার দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নজর রাখতে বললেন রাজ্যপাল

অনেকেই তার দর্শনের সঙ্গে একমত হয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এমন সুন্দর মন ছুঁয়ে যাওয়া ব্যবস্থাপনার জন্য।

নীচের কমেন্ট বক্সে আমাদের জানান এই বিয়ে নিয়ে আপনি কী ভাবছেন।

বিনোদনের আরও খবর দেখুন এখানে

Click for more trending news


.