This Article is From Nov 07, 2019

উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি! মাথা গোঁজার জন্য হোটেল পাচ্ছেন না এই আফগান ক্রিকেট ফ্যান

৮ ফুট ২ ইঞ্চি লম্বা শের খান থাকার জায়গা খুঁজতে শহরের বেশ কয়েকটি হোটেলেই যান কিন্তু কোনও হোটেল তাকে তাঁর উচ্চতার জন্য কোনও ঘর ভাড়া দিতে রাজি হয়নি বলেই তাঁর অভিযোগ।

উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি! মাথা গোঁজার জন্য হোটেল পাচ্ছেন না এই আফগান ক্রিকেট ফ্যান

কাবুলের বাসিন্দা এই প্রকাণ্ড লম্বা মানুষ দেখতে কয়েকশো কৌতূহলী মানুষের ভিড় জমে যায় হোটেলের বাইরে

লখনউ:

লখনউ শহরে চলছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Afghanistan vs West Indies Match) একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ (one-day international cricket series)। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের ভিড় বেড়েছে শহরে। আর এই ভিড়ের মধ্যেই বেশ বিড়ম্বনায় পড়েছেন শের খান (Sher Khan)। ম্যাচ দেখতে সুদূর আফগানিস্তান থেকে লখনউতে উড়ে এসেছেন ক্রিকেট অনুরাগী শের খান। তবে এই শহরে একখানা হোটেলেও ঠাঁই মিলছে না তাঁর। নাহ, ভিড়ের জন্য বা হোটেল অপ্রতুল বলে নয়। শের খানের যোগ্য কোনও ঘরই নেই কোনও হোটেলে। কারণ শের খানের উচ্চতা! ৮ ফুটের থেকেও খানিক লম্বা এই ক্রিকেট অনুরাগী স্বাভাবিকভাবেই মাথা গোঁজার জায়গা নিয়ে সমস্যায় পড়েছেন।

আরও পড়ুনঃ Viral Video: চলন্ত গাড়ির উপর চেপে বসছে হাতি! প্রাণ বাঁচাতে কী করলেন গাড়ির চালক?

৮ ফুট ২ ইঞ্চি লম্বা শের খান থাকার জায়গা খুঁজতে শহরের বেশ কয়েকটি হোটেলেই যান কিন্তু কোনও হোটেল তাকে তাঁর উচ্চতার জন্য কোনও ঘর ভাড়া দিতে রাজি হয়নি বলেই তাঁর অভিযোগ।

স্বাভাবিকভাবেই একা এক নতুন শহরে এই বিড়ম্বনার মুখে পড়ে বেশ হতাশ শের খান। কোনও উপায় না দেখে অগত্যা স্থানীয় পুলিশের কাছেই সাহায্য চেয়েছেন। মঙ্গলবার রাতে অবশেষে রাতটুকু কাটানোর জন্য নাকা এলাকার হোটেল রাজধানীতে পুলিশ তাঁর থাকার ব্যবস্থা করে দেন।

কাবুলের বাসিন্দা এই প্রকাণ্ড লম্বা মানুষ দেখতে কয়েকশো কৌতূহলী মানুষের ভিড় জমে যায়  হোটেলের বাইরে।

আরও পড়ুনঃ Viral Video: বাথরুমে মাঝরাতে কার আওয়াজ? দাঁত বের করে বসে আছে আস্ত এক কুমির!

বুধবার হোটেল মালিক রানু এএনআইকে বলেন, “প্রায় ২০০ জন মানুষ শের খানকে দেখতে এসেছেন। তিনি খুবই বিরক্ত হয়েছেন।"

হোটেলের বাইরে লোকজন জড়ো হওয়ার কারণে পুলিশ শের খানকে পরে একানা স্টেডিয়ামে নিয়ে যেতে বাধ্য হয়। ওই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ম্যাচটি হচ্ছে।

রানু জানান, আগামী চার থেকে পাঁচ দিন এই শহরেই থাকবেন শের খান।

Click for more trending news


.