This Article is From Aug 26, 2019

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করল BSF

চলতি বছরে এখনও পর্যন্ত ১৫ জন ভারতীয় এবং ৭৩১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে BSF। তাঁরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করল BSF

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার (প্রতীকি ছবি)

কলকাতা:

সীমান্তে অনুপ্রবেশ বন্ধে সদা সতর্ক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সোমবারই পাঁচ বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করল BSF। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন ওই পাঁচ বাংলাদেশি, সীমান্ত অঞ্চল দিয়ে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়। BSFএক বিবৃতিতে জানিয়েছে যে পাঁচ বাংলাদেশি নাগরিককে স্বরূপনগর এবং গাইঘাটা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে চুপিসাড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে এ দেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল তাঁরা।

৭০ হাজার মার্কিন ডলার নিয়ে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক বাংলাদেশি

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দালাল ধরে অবৈধভাবে ভারতীয় সীমারেখায় প্রবেশ করেছিল। চলতি বছরে এখনও পর্যন্ত ১৫ জন ভারতীয় এবং ৭৩১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে BSF। তাঁরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

কলকাতায় জাগুয়ার ও মার্সিডিজের সংঘর্ষ, নিহত দুই বাংলাদেশী

তবে এই ধরণের অবৈধ অনুপ্রবেশ রুখতে ভারতীয় সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.