This Article is From Sep 12, 2018

5 জন সমাজকর্মীকে 17 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

মাওবাদী-যোগ থাকার সন্দেহে অভিযুক্ত পাঁচজন সমাজকর্মী (5 activists arrest) ও মানবাধিকার কর্মীকে জেল হেফাজতে  রাখার মেয়াদ বাড়িয়ে 17 সেপ্টেম্বর পর্যন্ত করে দিল শীর্ষ আদালত।

5 জন সমাজকর্মীকে 17 সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

5 activists arrested...তাঁদের মুক্তি-বিষয়ক মামলাটি নিয়ে শুনানি শুরু হবে 17 সেপ্টেম্বর।

নিউ দিল্লি:

মাওবাদী-যোগ থাকার সন্দেহে অভিযুক্ত পাঁচজন সমাজকর্মী (5 activists arrest) ও মানবাধিকার কর্মীকে জেল হেফাজতে  রাখার মেয়াদ বাড়িয়ে 17 সেপ্টেম্বর পর্যন্ত করে দিল শীর্ষ আদালত। তারপর তাঁদের মুক্তি বিষয়ক মামলাটির জন্য শুনানি শুরু হবে।

ঐতিহাসিক রোমিলা থাপার সহ আরও চারজন বিশিষ্ট ব্যক্তি গত মাসে কয়েকজন বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। প্রসঙ্গত, তেলুগু কবি ও সমাজকর্মী ভারাভারা রাও, সমাজকর্মী ভের্নন গনজালভেস এবং অরুণ ফেরেরা, আইনজীবী সুধা ভরদ্বাজ এবং সমাজকর্মী গৌতম নওলখাকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতারের প্রতিবাদে গোটা দেশের মানবাধিকার সংগঠনগুলিই সরব হয়েছিল প্রবলভাবে।

গত সপ্তাহে মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে, এই গ্রেফতারের সঙ্গে ধৃত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন অথবা সরকারের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের সংঘাতের কোনও যোগ নেই। তাঁদের গ্রেফতার করা হয়েছে, কারণ, তাঁদের প্রত্যেকের নামেই রয়েছে ‘গুরুতর অপরাধ’ এবং সেই অপরাধের বস্তুগুলিকে সঙ্গে রাখার অভিযোগ। তাঁদের গ্রেফতার করা হয়েছে সেই কারণেই।

ধৃতদের ল্যাপটপ, কম্পিউটার, পেন ড্রাইভ এবং মেমোরি কার্ড থেকে প্রচুর তথ্য উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই জিনিসগুলি থেকে যে যে তথ্য পাওয়া গিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং ওই সব তথ্য থেকে যে প্রমাণ পাওয়া গিয়েছে তা থেকে বোঝা যাচ্ছে মাওবাদী সংগঠনের সদস্যই শুধু তাঁরা ছিলেন না। সমাজকে অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো অনেক ধরনের কাজ করারই পরিকল্পনা গ্রহণও করেছিলেন তাঁরা।    

.