This Article is From Jun 13, 2019

ধর্নার মাঝে হামলা, পাথরের আঘাতে আহত বাংলার চার চিকিৎসক

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চিকিৎসকদের প্রতিবাদ চলাকালীন চার জন জুনিয়র চিকিৎসক পাথরের আঘাতে আহত হলেন।

ধর্নার মাঝে হামলা, পাথরের আঘাতে আহত বাংলার চার চিকিৎসক

এনআরএস কাণ্ডের জের: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে চিকিৎসকদের প্রতিবাদ।

হাইলাইটস

  • চার জন জুনিয়র চিকিৎসক পাথরের আঘাতে আহত হলেন।
  • বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই ঘটনা ঘটেছে।
  • একজন ইন্টার্ন মায়াঙ্ক আগরওয়াল (২২) কপালে গুরুতর চোট পেয়েছেন।
কলকাতা:

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চিকিৎসকদের প্রতিবাদ চলাকালীন চার জন জুনিয়র চিকিৎসক পাথরের আঘাতে আহত হলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ (Burdwan Medical College and Hospital) ও হাসপাতালে ওই ঘটনা ঘটেছে বলে এক আধিকারিক জানিয়েছেন। হাসপাতালের ডেপুটি সুপারিন্টেডেন্ট অমিতাভ সাহা সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, ‘‘চিকিৎসকরা শান্তিপূর্ণ ধরনায় বসেছিলেন। এগারোটা নাগাদ কয়েক জন গুন্ডা এসে পাথর ছুড়তে শুরু করে। একজন ইন্টার্ন মায়াঙ্ক আগরওয়াল (২২) কপালে গুরুতর চোট পেয়েছেন। বাকি তিনজনের আঘাত ততটা গুরুতর নয়। তিনি জানান, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইন্টার্নদের উপরে হামলার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা ধরনায় বসেন এদিন। বন্ধ ছিল আউটডোর।

এনআরএস কাণ্ডের জেরঃ সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বন্ধ থাকছে সরকারি হাসপাতালের বহির্বিভাগ

সাহা বলেন, ‘‘এমারজেন্সি বিভাগ খোলা আছে। ভর্তি থাকা রোগীদের চিকিৎসা চলছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে বহিরাগতদের ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হচ্ছে না।'' পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং ঘটনাস্থলে সমস্ত সিনিয়র আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। চিকিৎসকরা এখনও ধরনায় বসে রয়েছেন। একই রকম বিক্ষোভ-প্রতিবাদ দেখা গিয়েছে কোচবিহার, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাতেও। এদিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রোগীর আত্মীয়রা এজেসি বোস রোড আটকে রোগীদের চিকিৎসা অবিলম্বে শুরুর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কয়েকটি বেসরকারি হাসপাতালেও পরিষেবা ব্যহত হচ্ছে, চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য।

মৃত রোগীর পরিবারের হাতে ‘মার' খেলেন জুনিয়র চিকিৎসকরা, রণক্ষেত্র এনআরএস

এনআরএস হাসপাতালের এক বিক্ষোভরত চিকিৎসক বলেন, ‘‘আমরা প্রতিশ্রুতি চাইছি, কেননা যখনই কোনও ঘটনা ঘটে, নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কাউকেই খুঁজে পাওয়া যায় না। আমরাই (জুনিয়র চিকিৎসকরা) বারবার প্রহৃত হই।'' মঙ্গলবার সকাল থেকে রাজ্যচালিত এনআরএস হাসপাতালে কোনও রকম পরিষেবাই বন্ধ। ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুর পরে এক জুনিয়র চিকিৎসকের উপরে হামলায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই হামলা চালানো হয়। পরিবহ মুখোপাধ্যায় নামের ওই ইন্টার্ন চিকিৎসকের খুলিতে প্রবল চোট লেগেছে। তিনি পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এর আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

.