This Article is From Sep 25, 2018

সরকারের সুলভ মূল্যের ওষুধের দোকান থেকে সুবিধা পেয়েছে 4 কোটি মানুষঃ মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, রাজ্যজুড়ে যে সুলভ মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে, তার সুফল পাচ্ছেন প্রায় চার কোটির কাছাকাছি মানুষ।

সরকারের সুলভ মূল্যের ওষুধের দোকান থেকে সুবিধা পেয়েছে 4 কোটি মানুষঃ মমতা

চার কোটি মানুষেকে এগারোশো কোটি টাকার ছাড় দেওয়া হয়েছে ওষুধের দামে, বলেন মমতা।

কলকাতা:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, রাজ্যজুড়ে যে সুলভ মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে, তার সুফল পাচ্ছেন প্রায় চার কোটির কাছাকাছি মানুষ। বিশ্ব ওষুধ বিক্রেতা দিবস উপলক্ষে মমতা জানান সুলভ মূল্যের এই ওষুধের দোকানগুলিতে প্রায় 77 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় ওষুধের দামে। “আজ বিশ্ব ওষুধ বিক্রেতা দিবস। আপনারা জেনে খুশি হবেন যে, রাজ্যের মোট 115টি ওষুধের দোকানে প্রায় 77 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় ওষুধের মূল্যে”, এই মুহূর্তে ইউরোপ সফরে থাকা মুখ্যমন্ত্রী একটি টুইটের মাধ্যমে এই কথা জানান।

“31 ডিসেম্বর 2017 পর্যন্ত চার কোটি মানুষের জন্য প্রায় এগারোশো কোটি টাকার ছাড় দেওয়া হয়েছে ওষুধের দামে”, বলেন তিনি।

প্রাথমিক স্বাস্থ্যপরিষেবায় ওষুধ ব্যবসায়ীদের দক্ষতার কথা বিবেচনা করে এই দিনটিকে 2009 সাল থেকেই ‘বিশ্ব ওষুধ বিক্রেতা দিবস’ হিসেবে পালন করে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন বা এফপিআই।

.