This Article is From Mar 18, 2020

বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত, লোকসভায় জানাল সরকার

লোকসভায় (Lok Sabha) এক লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনা আক্রান্ত।

বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত, লোকসভায় জানাল সরকার

সোমবার ইরান থেকে ৫৩ জনকে ফেরানো হয় দেশে।

হাইলাইটস

  • করোনা সংক্রমণ ধরা পড়েছে বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয়র শরীরে
  • বুধবার লোকসভায় সরকার একথা জানিয়েছে
  • সোমবার ইরান থেকে আরও ৫৩ জন ভারতীয়কে এদেশে আনা হল
নয়াদিল্লি:

বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয়র শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে ২৫৫ জন ইরান, ১২ জন সংযুক্ত আরব আমিরশাহি এবং পাঁচজন ইতালিতে রয়েছেন বলে বুধবার লোকসভায় সরকার একথা জানিয়েছে। লোকসভায় (Lok Sabha) এক লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, বিদেশে থাকা ২৭৬ জন ভারতীয় করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে ২৫৫ জন ইরান, ১২ জন সংযুক্ত আরব আমিরশাহি এবং পাঁচজন ইতালিতে রয়েছেন। এছাড়া হংকং, কুয়েত, রাওয়ান্ডা ও শ্রীলঙ্কায় একজন করে আক্রান্তের খোঁজ মিলেছে।

করোনার প্রতিষেধক গোমূত্র? "চরণামৃত পানে কোনও ক্ষতি নেই": সওয়াল দিলীপ ঘোষের

সোমবার ইরান থেকে আরও ৫৩ জন ভারতীয়কে এদেশে আনা হল। এই নিয়ে চতুর্থবার সেদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানো হল। এই নিয়ে করোনা-আক্রান্ত দেশগুলি থেকে দেশে ফেরানো হল ৩৮৯ জনকে।

"রাজ্যসভার গড় বয়স ৬৪", করোনার জেরে সংসদের অধিবেশন বন্ধ রাখার অনুরোধ ডেরেক ও'ব্রায়েনের

করোনা সংক্রমণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে। সেখানে ১৪,০০০ জন আক্রান্ত হয়েছেন। মৃত ৭০০-রও বেশি।

.