This Article is From Jul 07, 2018

43 কোটি টাকার জিএসটি জালিয়াতিতে হাওড়া থেকে ধরা পড়ল দুই কেন্দ্রীয় আধিকারিক

হাওড়ার সিজিএসটি কমিশনারেটের দুই ডিরেক্টর সহ মোট তিনজনকে হাওড়া ও হুগলী জেলায় কমিশনারেটের হয়ে কাজ করাকালীন আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

43 কোটি টাকার জিএসটি জালিয়াতিতে হাওড়া থেকে ধরা পড়ল দুই কেন্দ্রীয় আধিকারিক

হাওড়ার সিজিএসটি কমিশনারেটের দুই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা:

43  কোটি টাকার কর ফাঁকি দেওয়ার জালিয়াতি ধরা পড়ল আজ, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ক্ষেত্রে ধরা পড়ল এই জালিয়াতি, জানালেন এক সরকারি আধিকারিক।

হাওড়ার সিজিএসটি কমিশনারেটের দুই ডিরেক্টর সহ মোট তিনজনকে হাওড়া ও হুগলী জেলায় কমিশনারেটের হয়ে কাজ করাকালীন আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারি অফিসাররা জানান, কোনও পণ্য বা পরিষেবা প্রদান না করেই 63 জন করদাতাকে জাল জিএসটি রসিদ ইস্যু করেন ওই অভিযুক্তরা।

সূত্র জানিয়েছে, গ্রহণীয় নয় এমন সমস্ত করের বোঝা বহন করেছেন প্রাপকরা। কয়েকজন প্রাপকের অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

সিজিএসটি অ্যাক্টের সেকশন 132  অনুযায়ী, কোনও রসিদ ও বিল ছাড়া পণ্য অথবা পরিষেবা প্রদান করা দণ্ডনীয় অপরাধ বলে জানায় ওই সূত্র।     



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.