This Article is From Dec 26, 2018

মলদ্বারে এক কেজি সোনা ঢুকিয়ে পাচার করতে গিয়ে গ্রেফতার যুবক

সাদুওয়ানি স্বীকার করেছিলেন যে তিনি তাঁর মলদ্বারে প্রায় 1 কেজি ওজনের ছয়টি সোনার টুকরো লুকিয়ে রেখেছিলেন

মলদ্বারে এক কেজি সোনা ঢুকিয়ে পাচার করতে গিয়ে গ্রেফতার যুবক

অভিযুক্তকে গ্রেফতার করে ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে

হাইলাইটস

  • মলদ্বারে সোনার ৬ টি টুকরো ভরেছিলেন ওই যুবক
  • থাই এয়ারওয়েজের বিমানে ছিলেন তিনি
  • ভারতে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ওই যুবক
জয়পুর:

নিজের মলদ্বারে সোনা ঢুকিয়ে পাচার করার অভিযোগে জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাস্টমস অফিসাররা মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম পঙ্কজ সাদুওয়ানি। রবিবার রাতে বিমানবন্দরে কাস্টমস কর্মীদের নজরে আসে পঙ্কজের "সন্দেহজনক আচরণ"। নিজের মলদ্বারের ভিতরে সোনা ঢুকিয়ে নিয়ে অন্য দেশে পাচার করছিলেন বলেই অভিযোগ তাঁর বিরুদ্ধে। সন্দেহের জেরে আটক করার পরে খতিয়ে দেখে পঙ্কজ সাদুওয়ানিকে গ্রেফতার করা হয়। তিনি থাই এয়ারওয়েজের বিমানে ছিলেন।

চার মেট্রো শহরেই ‘সস্তা' পেট্রো পণ্য, বছরের মধ্যে পেট্রল সর্বনিম্ন

 

জিজ্ঞাসাবাদের সময় সাদুওয়ানি স্বীকার করেছিলেন যে তিনি তাঁর মলদ্বারে প্রায় 1 কেজি ওজনের ছয়টি সোনার টুকরো লুকিয়ে রেখেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, পঙ্কজকে গ্রেফতার করে সোনা বাজেয়াপ্ত করা হয়।

কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, এই পঙ্কজ একটি চোরাচালানকারী দলের সদস্য। এই দলের অপারেশনের পদ্ধতিটি হল যে, একজন চোরাচালানকারীকে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে বলা হয় - এবং তাঁকে অন্য পাচারকারীর ছবিও দেওয়া থাকে। এঁকে অন্যের ছবি দেখে মিলিয়ে চোরাচালানকারী পণ্যটি শুধুমাত্র সেই ব্যক্তিকে হস্তান্তর করে।

সূত্রের খবর, আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাদুওয়ানিকে।

.